দুটি কবিতা : সৌমিত্র
চক্রবর্তী
সুইসাইডাল
দেখতে দেখতেই
লালচে একখন্ড মাংসপিন্ডটার
ভেতর থেকে বেরিয়ে এল তিনটে নির্বোধ ঠ্যাং
একটা অবোধ্য পতাকা
পতাকার রং দেখার সময় ছিল না
নিঃশ্বাসও হাওয়ার জ্যামজটে তখন দিশেহারা
সন্ধ্যেয় বাড়ী ফিরে স্নান করতেই ঝাঁপিয়ে
পড়ে আত্মহত্যা করলো কুয়াশা।
ছেঁড়াফাটা
চিন্তা
(১)
সাংখ্যদর্শন চুলোয় যাক
হাত এখন মুষ্টিবদ্ধ,
বারুদের গন্ধ যতই ছিটাও
ইতিহাস জানে তুমি মেরুদণ্ডহীন।
(২)
জুলপির চুল এখন রূপোলী তার
মাথায় বিলি কাটলে উঠে আসে
ধ্বজভঙ্গ সেনানীর ময়লা ছবি
যেখানেই পা রাখো ভবিতব্য শূন্য।
(৩)
সিংহাসন ডাকলেই হযবরলও
দাঁতনখে সেজে পশুরাজ হয়,
গায়ের নীল রং যে সাময়িক
লুন্ঠনের উল্লাস ভুলে যায়।
(৪)
সব পথ একে একে মিশছে রোমে
সব গাছ কুড়ায় হারানো রঙ
বিশ্বযুদ্ধ শুরুর দিনেই সমান্তরাল
বাঙ্কার গঠনের কাউন্টডাউন।
(৫)
ইতিহাসের চাকা পেছনে ঠ্যালা
শবের খিলখিল দুআঙুলে স্বৈরশাসন,
যতই মস্তান হও একফালি সময়ের ফাঁকে
ফুল ফুটলেই সত্যি বসন্ত মার্সের দমবন্ধ রঙ্।
No comments:
Post a Comment