।। বাক্‌ ১২৪ ।। রাজেশ মাজী ।।






শর্টফিল্ম
রাজেশ মাজী


(১)

এখন আর ভয় নেই

কপালে নায়িকা রেখাটা মুছে দিয়েছে

পেঁচার ডাক 

বাইরে ঘোরাঘুরি করছে

ক্রমশ ভারি হচ্ছে শরীর

ওয়ান - টু - থ্রি

ধীরেধীরে 

রাতের পেগ ঢেলে চলেছে কিশোরী 


(২)

নোটের পাকলো গন্ধ

টকটকে লাল জিভ

অন্ধকার হামাগুড়ি দিচ্ছে

স্যারোডিনে ভেজা শরীর

রোমকূপ জ্বলজ্বল করছে

গাঢ় নেশা

অন্দরে উষ্ণ বাতাস বইছে...


(৩)

সমস্ত আকাশ নিভে যাচ্ছে

লাজের পাতায় বাদুড়ের ডানা

টিকটিক করে ঘন্টা নড়ছে

অন্ধকার হচ্ছে আরো একটি রাত


(৪)

দিনরাত্রির পাঁচিল টপকে 

এলিয়েন ধুলো খাচ্ছে

আরেক আরেক এলিয়েনের 

চটচটে ধুলো 


(৫)

বিষাক্ত লালারসের জ্বলন

কতবার দাঁত কেটেছে নাবালিকা 

হিসাবের খাতায় রক্তের দাগ

চেপে রেখেছে বরিকতুলা

এখন কৌশলে সাঁতার কাটে


(৬)

মসৃণ দেহ থেকে উঁকি দিচ্ছে 

পোকামাকড়ের আত্মারা

ঘোলা বিশ্বাসে কত নায়িকা 

নায়িকাই হয়ে উঠছে

সবুজ সবুজ কচু পাতায় 

জল নাচ্ছে জলের মতোই


2 comments:

  1. রাজেশ মাজীকে আগে কখনো পড়েছি কিনা মনে পড়ে না। তাঁর কবিতা আগ্রহ জাগাল।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ জানবেন।

      Delete