।। বাক্‌ ১২৪ ।। সুকন্যা ভট্টাচার্য্য ।।




সুকন্যা ভট্টাচার্য্যের কবিতা 


গ্রহণ 
 

গ্রহণ লেগেছে মানেই ভালবাসা কম নয়। 

রূপালি চাঁদেরও রঙ বদলায়
তাকিয়ে আছি কতকাল..
দেখেছি সেদিন গাছেদের রূপালি কথকথা।জোনাকি পোকাদেরও ম্লান চাহনি  ঘুম ভুলেছে।জ্যোৎস্নায় ভিজে ভিজে নদীর দ্রুত বাক্যালাপ। গাছের ফাঁকে উঁকি দিয়ে লুকোচুরি খেলছে চাঁদ

তাকে দেখেই পালিয়ে যাই রোজ, তবু সাথে সাথে
চলে। ঘর ভেসে যাচ্ছে রাস্তায়,বন্দীরা দেওয়াল ভেঙে মুক্ত।ফুলেদের রাত জাগা গল্প আজ স্তম্ভিত
জ্যোৎস্নার ছুটেচলার সাথে।।





অন্ধকার পথ
 
পাখিদের ওড়াউড়ি বন্ধ হল
গাঢ় সন্ধ্যের দেশে
হয়তো আজও তোমার ঠোঁট ছুঁয়ে
এখনো কিছু পাখির পালক।
গাছেরা  অন্ধকারে ফিসফিস করে কথা বলে নিক

ছেলেটি  ঘুমিয়েছে সবে

সময় ঘড়ি চলছে টিকটিক
নিশ্চুপ দেশে নীরবতা ভেঙে দেয় মাঝে মাঝে ট্রেনের হুইসেল
মেঘে ঢাকা আকাশ থেকে কদাচিৎ আলো এসে
রাস্তায় দাঁড়ায়
ঠিকানা খুঁজে দেবে কে?
ফেলে আসা শিমুলগাছটি
খুঁজছি কখন থেকে....
অন্ধকার; আজ রাস্তা দেখাও।

5 comments:

  1. ‘অন্ধকার পথ’ লেখাটি ভাল লাগল। আপনার আরও লেখা আগামীতে পড়ার অপেক্ষায়...

    ReplyDelete
  2. দুটি লেখাই ভালো লাগল

    ReplyDelete