।। বাক্‌ ১২৪ ।। অনিকেশ দাশগুপ্ত ।।




দুটি কবিতা : অনিকেশ দাশগুপ্ত



সুখ

অনেক ওপর দিয়ে উড়ে যাচ্ছে অজস্র শব্দে যুদ্ধবিমান 
চড়ুইভাতির আধখাওয়া স্যালাড ,
গাছের তলায় গুলিবিদ্ধ দুই সৈন্যের বোঝাপড়া
ঘরমুখো শিশুদের বায়নাভরা অসংখ্য দুপুর শুধু
বয়ে গেছে মাঝখানে ।
ধূসর বেড়ালেরা কার্নিশে কার্নিশে আলগা আক্ষেপ রেখে যায়
যেমন একটা পরিসর পেরিয়ে নির্মিত আমি
 
ভিজে যাচ্ছি, ক্রমাগত
মাটির অনেক নীচে এভাবে নির্বিকল্প দাঁড়িয়ে থেকে
দ্বিতীয় পৃথিবীর গন্তব্যহীন গভীর ছুঁয়ে দেখা ।


ক্রনিকল
 
কার প্রেমিকা ? 
অরণ্যগর্ভে অতিলৌকিক কনচের্তো শোনো?
বালিকাবয়সে দু চারটে ভিখিরির দিকে বিষণ্ণ চোখে 
তাকিয়েছিলে তুমি ,
তখনও ছিল মিছিলের আবহমান প্ল্যাকার্ড,
 
কলমের থেতো নিব
আর একের পর এক নিরুদ্দিষ্ট বেড়ালছানা ।
নিষুত রাতে, পর্দার ওপর ভেসে ওঠা খন্ড ক্রনিকল
যেভাবে ব্যক্তিগত হয় অন্য শরীর, অন্য জন্মের দাগ -
ঝাঁকে ঝাঁকে জেলিফিস দমবন্ধ একোয়ারিয়ামে
 
অনায়াস বোঝাপড়া সেরে ফেলে
তুমি সেসব গল্পের ভেতর অস্ফুট হার্পসিকর্ড ,
 
চমৎকার স্বর্ণমুকুটখানি -
শুধু দৃশ্যের পর দৃশ্য অবাধে এগিয়ে যায় ।


No comments:

Post a Comment