সাধুজনমের ধুলো
জ্যোতির্ময় বিশ্বাস
এই যে তুমি আমার চুল আঁচড়ে
দিচ্ছো―
তোমার কি মনে হয়না, এমন একটা
ছবিআঁকা বিকেলে
আমরা একে অপরের চুল চিরুনি
ক’রে আঁচড়ে দেবো পরিপাটি, তোমার বুকের আগল ঘেসে তুলসীমঞ্চটা, শুকনো মঞ্জরীগুলি
তার গভীর তেমন হাওয়া
ছাড়াই ক্ষয়ে পড়ছে―
যেন এমনই একটি চুল-আঁচড়ানো উৎসব
উদযাপনের জন্য আমরা এতদিন...
আমরা এতদিন শুধুই করমচা গাছের
ফাক দিয়ে আমাদের দেখা যাবে ব’লে...
সারাদিন হেঁটে হেঁটে বহুপথ
ঘুরে
ঝোলাটি ভরে যত পথ আনবো
দুয়ারে উড়বে তত
সাধুজনমের ধুলো...
বলো, মনে হয়না?
খুব ভালো
ReplyDeleteপ্রাঞ্জল লেখা। সাধুজনমের আারো বিষয়আশয় নিয়ে আবারও ফিরুন লেখা নিয়ে।
ReplyDelete