সোমাভ রায়চৌধুরী-র
একটি কবিতা
রিফিউজির
ছায়া
যখন পরিতোষদা
পাড়ার অন্তিম gay ট্যাক্সি ড্রাইভারকে হুইসল দিয়ে ডাকলো,
তখন বুঝে নিলাম
যে ফেলে এসেছি আমার মাষ্টারপিস নির্মাণের তাগদ। হাজার
হাজার আলোকবর্ষ
দূরে, অন্য কোনো সৌরজগত থেকে
হাত মেলাতে ভুলে গেছে কোনো
এক ই.টি.। আমি
তো বঙ্কুবাবু! ভুলে যাই যে আনন্দ কেবল একটা মানসিক
অবস্থান।
পেঁচিয়ে আছে CNS। ইদানিং চাঁদ দেখলে হাই ওঠে। নিশ্চিত থাকো।
তোমাকে প্রোপোজ
করবো না। স্বপ্নগুলো বড্ডো তিনঘেয়ে হয়ে গেছে। তাই দরজা
খুলি হোমসের
ক্লায়েন্টদের জন্য। ওয়াটসন শহরে নেই। পাহারায় আছি শার্লকের
দুঃস্বপ্নের ; মাদকের। এখন যন্ত্রণা জমাই। ঠিক যে ভাবে
ছেলেবেলায়
ডাকটিকিট
জমাতাম। তোমায় মিথ্যে বলেছিলাম যে আর লিখবো না। বারান্দা থেকে
দেখছি যে
পরিতোষদা জিগোলো'কে
pay করছে ; আর আমি ফিরে আসছি লেখালিখির
চেয়ার-টেবিলে।
কারণ, কোনো রিফিউজির আকাশ
বিজ্ঞাপনের জন্য নয়।
No comments:
Post a Comment