।। বাক্‌ ১২৪ ।। তৈমুর খান ।।




তৈমুর খানের দুটি কবিতা



আমাদের রচিত বিষাদ

সমস্ত ধুলোর পথে আমাদের রচিত বিষাদ পড়ে আছে
ধারণার কাকজ্যোৎস্নায়
কিছু কিছু সম্মোহনের কুমারী দৌড়ে যায়

তাদের শরীরে পোশাক নেই
ডানা আছে
নীল উদ্ভিন্ন যৌবনের প্রাদুর্ভাব
পৃথিবীর শস্যক্ষেত হয়ে যায়

আমরা কাচের জানালা ভেঙে ফেলি
রক্তাক্ত হাতের ইশারায় আত্মোন্মোচনের জাগরণ পাঠাই
আর নিজস্ব বাগানে পুষি হিল্লোলের সাপ




                    
নিজেকে বসিয়ে রাখি অপেক্ষার কাছে

তোমার ছলনা পাই
আরতি আমার তার অভিমুখ খোঁজে
দলিত হৃদয় রাখি হৃদয়হীন মরুর আলোকে

মন্দির বাহিরে সারারাত
নিজেকে বসিয়ে রাখি অপেক্ষার কাছে

কখন আসবে সেই ডাক  ?
কখন এই সমর্পণ সম্পন্ন হবে  ?




No comments:

Post a Comment