।। বাক্‌ ১২৪।। বাজে কবিতা ।। সনৎ মাইতি ।।




খুনি ও আমি

কুকুর ডাকা নির্জন রাতে
লোহার রড হাতে ওঁত পেতে আছে খুনি

আর
আমার শরীরের প্রতিটা অংশে
একটা
একটা করে
পড়ে যাচ্ছে খিল

হে খুনি
শরীরের ঠিক কোন দরজায় ধাক্কা দেবে তুমি!









রসিকতা

ধারালো ছুরি মারি
লাফিয়ে ওঠে রক্তের কারুকাজ

ছুরি মারি
ছিটকে দেখা দেয়, রক্তের আলপনা

আর
যতবার ছুরি মারি 

হাঁ হয়ে চামড়া হেসে ওঠে...







4 comments:

  1. 'বাজে কবিতা'! সত্যি বেজে উঠলো।

    ReplyDelete
  2. রসিকতা এক অপত্য স্নেহ

    ReplyDelete
  3. পড়লাম। বাজে কবিতা বিভাগটি এইভাবেই সমৃদ্ধ হয়।

    ReplyDelete