।। বাক্‌ ১২৪ ।। তাপসকিরণ রায় ।।







তাপসকিরণ রায়ের কবিতা 



চন্দ্রচূড়

বলতে চেয়েছিলাম--
খালি করতে চেয়েছিলাম বুক
তারপর ভাবনাগুলো মরে গেল,
ভাবলাম একটা রঙ্গমঞ্চ গড়তে হবে,
যেখানে একটু কেঁদে নেওয়া যায়,
এক প্রেক্ষাগৃহ, ছেলে-ঘরে পোশাক বদলাই। 
চোখের জল আনতে গ্লিসারিন লাগে, 
ব্যথার দলগুলো পরিপাটি জন্ম নেয়,
ভাঁজে ভাঁজে চন্দ্রচূড় জমে জমে  
কান্নার চিকচিক ধরে আছে




বন্দী

রোদগলা একটা জানালার গারদে আটকে আছি
তোমরা আমায় কয়েদি বলতেই পারো
অথচ আমি চিৎকার করে বলছি, আমি না, 
জানালার গরাদ দিয়ে আমি তোমাদের  
বন্দীদশা দেখি

No comments:

Post a Comment