সিয়ামুল হায়াত সৈকত এর
কবিতা
অগ্রহায়ণ
দোকানের বিস্কুট পেলে ভুলে যাব কৌটোর মুখ
একটা স্বচ্ছ কাঁচ, প্রতিবিম্ব ও বিপ্লব
আমরা সময় পেলেই জমাতে থাকি।
ঘুষ চাইলে ঠোঁট কেমন বিচ্ছিরি দেখায়
তবুও তুমি চাইবে আমি তোমাকে রাখি
আচারের তেলে মেখে, বোধিসত্ত্ব ও চিবুক
আমি অচিরেই জমিয়ে রাখি
দেয়াল ও পুনরাধুনিক
পলেস্তারার গল্প জানে ঢেউ, এবং
সময় পেলেই ভাঁজ জমে পথে পথে
আমাদের যে আজগুবি প্রেম রাখা ছিল
ছিল?পুরোটাই স্ক্রাচ, আদর
অথবা নখের মধ্যে।
সময় করে লাল জিহ্বা ও লালাগ্রন্থি ঠোঁটে ভরে
চুষে ভুল করি, ভুল করি অমৃতলাভের
দেয়াল গল্প বলে পালিয়ে যাওয়ার -
No comments:
Post a Comment