।। বাক্‌ ১২৪ ।। উজান উপাধ্যায় ।।




একটি কবিতা : উজান উপাধ্যায়


ক্লোরোফিল 

আকাশের ক্ষত থেকে
রক্ত নেমেছে 
মেহগনি , শাল ও শিমুলে ..
হলুদ পলাশে...
নিহতের লাশে ।
মৃতদেহ আসলে আমার ।
মৃতদেহ ঠিক নয় , অন্তঃসারহীন
সুসজ্জিত কঙ্কালের নগরমিছিল ।

কলরব , প্রতিরোধ
কুড়ুলের দাঁতে।
ব্যালট বাক্স উড়ে আসে
নিহত কোটরে , সারে সারে ।
ক্রুদ্ধ এপ্রিল
যুবকের যুবতীর
ঠোঁটে ক্লোরোফিল ।
পাখি 
ঠক ঠক ঠক ঠক
পতাকা ঠোকরায়।



No comments:

Post a Comment