একটি শৈব কবিতা
সে এক বিষম নদী
গঙ্গা বা যমুনা নয়,সরস্বতী নয়
পাতালপুরী ভেদ করে সে নেমেই আসে,
নেমেই আসে শিমূল-পলাশ-অশোক ধারায়...
আর ফেরে না উজান পথে
নামতে থাকে ভাটির টানে, জোয়ার জলে...
সহজ, সহজ সরসিনী
কে আছে যে নৌকো বাইবে সহজ স্রোতে
স্রোত বয়ে যায়, সহজ নদীর...
নদীর শুকনো খাতে মাঝি-মাল্লা অনেক
আছে
তারা বেঘোর সংসারী,
সামান্যত মৎসমুখী,মাছের ব্যাপারী;
নদীরতীরে স্বচ্ছপুরে
যারা বাস করে ওই বসতবাসে
তারা কে চায় তারে, জগৎ সংসারে?
সে এক বিষম নদী, সহজ স্রোতের
পাতালপুরী ভেদ করে সে নেমে আসে
নেমেই আসে সরসিনী, সহজ সরসিনী
জগৎ সংসারে...
No comments:
Post a Comment