।। বাক্‌ ১২৪ ।। সুকান্ত সিংহ ।।






বৈষ্ণবীর তিলক  :  সুকান্ত সিংহ 
 

ঘুমায় কথনগুলি
 
স্বপ্নে দেখা মাইক্রোফোন ধরে
কণ্ঠ গুটায়ে লও কুঞ্জভঙ্গ শেষ হব হব
 
শ্রীখোলে তেহাই দেয় নবীন বাদক
এরপর দধীভাণ্ড আছড়ে পড়বেন
কর হে ধুলট তুমি
 
রাতজাগা শীর্ণ কীর্তনীয়া
এ শরীর সমস্ত পারে না

শুধু
স্বপ্নে দেখা মাইক্রোফোন ঘেমেনেয়ে ওঠে


লোকাল ট্রেনের দিকে ছুটে যায়
 
হকারের গান
গতকাল মুমফলি আজ খিরা
 
কাল সফেদা
 

ছুটে যায় উনুনের আগুন
 

লোকাল ট্রেনের দিকে
 

রোজ


কিশোর। বাঁকেবিহারী। লালা।
মেলায় কেনা কাগজের ঘূর্ণি
 
বসেছে সাইকেলের হ্যান্ডেলে।
ঘুরছে। আর রঙ চেনা যাচ্ছে না।
ওরে আস্তে।
  ছিঁড়ে যাবি।
বহুত মিনতি করি।

যাহ্, ছিঁড়ল।
 

কল্যানশ্রী বালিকা বিদ্যালয়, মানে,
শ্রীরাধিকার স্কুলের সামনেই !


2 comments: