।। বাক্‌ ১২৪ ।। অমিতাভ মৈত্র ।।




দুটি কবিতা : অমিতাভ মৈত্র  



গিরগিটি ও লিভার টনিক

লিভার টনিক হারানোর পর চামচের দিকে গিরগিটি এখন
                           চোখ তুলে তাকাতে পারেনা পর্যন্ত

রাস্তার শেষে পরস্পর বিরোধী কিছু অবশেষ
              ক্যাম্ফরের গন্ধে মুখ ডুবিয়ে হাঁটছে

বাইরে থেকে করাত টেবিলকে যত সুখী আর নিরাপদ দেখায়
               আসলে তেমন না হতেও পারে

যদি চড়া হারে ভাড়া দিতে না পারো
এই অসাধারণ বাড়ি থেকে ১ জুল বেরিয়ে যাচ্ছো তুমি




উত্তরাধিকার

থাকার মধ্যে আছে এই হাড়জিরজিরে বেড়াল
আর রক্তাল্পতার ওষুধ খেয়ে বেঁচে থাকা জামগাছ
সাধারণ একটা ঘুষিতেই যাকে শুইয়ে দেওয়া যায়

একটু গলা তুলে ডাকলেই ওরা ঠিক দৌড়ে আসবে
“মাফ করবেন স্যার! মাফ করবেন স্যার!'' বলতে বলতে

No comments:

Post a Comment