ধীমান চক্রবর্তীর কবিতা
স্থগিত
বিদায়।
হাত নাড়লো পুরানো খবরের কাগজ
আধো অন্ধকারে।সিগারেট ধরায় মেমারি গেম।
কাচের গ্লাস।
হাতে নিয়ে হাসপাতাল।
হাততালির পর তৃণেরা হাত ধরে নিয়ে যায়
নতুন রঙে।সেখানে শীতলপাটি,
ঘড়িকে হাত গোনা শেখায়।
কুয়াশায় গান।
কেউ কেউ সারাজীবন শুনতেই পায়না
আবছা হাইওয়ে।
পিপাসা খুলে রাখে রোজনামচায়।
খুলে রাখে,
বৃষ্টিভেজা অন্ধকারের না দেখা দেওয়াল।
No comments:
Post a Comment