।। বাক্‌ ১২৪ ।। অপূর্ব সাহা ।।




অপূর্ব সাহার একটি কবিতা


কালোজ্যাম

যে ছাইদানি থেকে মেঘ সরে যায়
তার নমিনেশন...
খোঁপা থেকে ঝুলে পড়া জেনেরিক বিকেল
এবং তার শর্করাজাতীয় চিৎকার।
তাঁবুর লাবণ্য দেখে
টুকরো টুকরো পরগনা গর্ভবতী হয়েছে
ছিঁড়ে গ্যাছে জুয়েলার্স
পরাগরেণুর গান...
একদিন ঠকে যাব বলেই,
ডানাভাঙা জানলায় চোখ রেখেছি
হাত পেতেছি বসে স্যাঁকো প্রতিযোগিতায়

তবুও সাদা ঘাসের সংসার থেকে
উদ্বাস্তু হয়ে গেল অনুপ্রবেশকারী রোদ।

No comments:

Post a Comment